কক্সবাজারের টেকনাফে স্বর্ণালংকারসহ দুইজনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ১১ আগস্ট রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ হ্নীলা বিওপি’র দায়িত্বপূর্ণ ফুলের ডেইল নামক গ্রামে মিয়ানমার হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারীরা স্বর্ণের একটি বড় চালান একটি বাড়িতে লুকায়িত রেখেছে।
তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদরের চোরাচালান প্রতিরোধ টহলদল দ্রুত উত্তর ফুলের ডেইল গ্রামে অবস্থান কালে সন্দেহভাজন বাড়ীটিতে এলাকার গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে ঘেরাও করে তল্লাশী অভিযান পরিচালনা করে। কিন্তু বিজিবি’র উপস্থিতি টের পেয়ে বাড়ীতে অবস্থানরত সন্দেহভাজন দুইজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহলদল উক্ত চোরাকারবারীদের দুইটি ব্যাগসহ আটক করতে সক্ষম হয়।
তারা হলেন উখিয়া ১৩ নম্বর কুতুপালং এফডিএমএন ক্যাম্পের, মৃত লিয়াকত আলীর পুত্র ইয়াহিয়া খান (৪৫) মায়ানমার সুইজা, মংডু এলাকার মৃত মীর আহমেদ এর পুত্র আনোয়ার সাদেক (৪০)।
আটককৃতদের ব্যাগের ভিতর থেকে ২৮, কোটি ৭৫ পাচাত্তর লক্ষ্য টাকা মূল্যের ২৯.১৫ কেজি বিভিন্ন প্রকার স্বর্ণালংকার এবং বাংলাদেশী নগদ ২৬ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, উদ্ধারকৃত স্বর্ণালংকার এবং বাংলাদেশী টাকা কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় (ট্রেজারী শাখায় জমা রাখা হবে। আটককৃত ২ জন আসামীর বিরুদ্ধে সরকারী কর/শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে স্বর্ণ চোরাচালানের দায়ে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এএম