ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা চালানোর অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। বুধবার বেলা ১১টায় শহরের চৌরাস্তা মোড়ে এ কর্মসূচি শুরু হয়। বিকেল চারটা পর্যন্ত চলা এ কর্মসূচিতে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।
অবস্থান কর্মসূচি চলাকালে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান খান, দেলোয়ার হোসেন খোকন প্রমুখ।
কর্মসূচি চলাকালে নেতৃবৃন্দ অবিলম্বে গণহত্যা চালানোর দায়ে শেখ হাসিনা ও তার সহযোগীদের গ্রেফতার ও বিচার দাবি করেন।
বিডি প্রতিদিন/এএম