টাঙ্গাইলের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পরে জেলার কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শহরের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে পৌর উদ্যানে এসে শেষ হয়।
এস এম কামরুল ইসলাম নামে এক স্বমন্বয়ক বলেন, ভারত বাংলাদেশকে কখনও বন্ধু রাষ্ট্র মনে করেনি, তারা বাংলাদেশের একটি বিশেষ দলকে ক্ষমতায় বসিয়ে তাদের দিয়ে এই বাংলাদেশকে শোষণ করতে চেয়েছে, এই বাংলাদেশকে আরেকটি সিকিম করতে চেয়েছে। বাংলাদেশের ছাত্র-জনতা সেই চক্রান্ত রুখে দিয়েছে। বক্তারা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ভারতীয় পানি আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিক্ষোভ মিছিলে জেলার বিভিন্ন সংগঠন ও ছাত্ররা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএম