বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় জিউধরা ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।
সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অধ্যাপক খান আলতাফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম গোরা ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. মোজাফফর রহমান আলম।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার, এফএম শামীম আহসান, মহিউদ্দিন খান রিপন ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি শেখ আব্দুল আলীম খোকন।
বিডি প্রতিদিন/এএ