ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-সুলতানপুর সড়কের সদর উপজেলার কোড্ডায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দু'জন নিহত হয়েছেন। তারা দু'জন মোটরসাইকেল আরোহী ছিলেন।
নিহতরা হলেন শাহীন মিয়া (৪৮) ও চঞ্চল (৩৮)। শাহীনের বাড়ি সদর উপজেলার উলচাপাড়া ও চঞ্চলের বাড়ি পৌর এলাকা মধ্যপাড়া। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ অটোরিকশায় থাকা কয়েকজন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানায়, কোড্ডা এলাকায় মোটর সাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের বিকট শব্দে স্থানীয় লোকজন বেরিয়ে এসে দেখে মোটর সাইকেলে আরোহী দুইজন ঘটনাস্থলে পড়ে আছেন এবং দুজনই মৃত। আহতদের উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোহেল জানান, খবর পেয়ে তিনি সেখানে ছুটে যান। তবে ঘটনাস্থল জেলা সদর হওয়ায় সেখানকার পুলিকে খবর দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএম