ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিপুল পরিমান ভারতীয় চোরাই পন্যসহ ভ্যান জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড এর সদস্যরা। জব্দকৃত মালামালে মূল্য প্রায় ৬ কোটি ৩১ লক্ষ ৭৩ হাজার ৬শত টাকা। বুধবার দুপুরে বাংলাদেশ বর্ডার গার্ড এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজের নেতৃত্বে একটি টহল দল ঢাকা-সিলেট মহাসকের জেলার বিজয়নগরের আমতলী বাজার এলাকায় কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ১৪ হাজার ২০৮ পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে মালামাল জব্দ করে।
এছাড়া গত বুধবার (২১ আগস্ট) বিভিন্ন প্রকার শাড়ি, কসমেটিকস সামগ্রী, ক্রিম জব্দ করা হয়। যার বাজার মূল্য ২ কোটি ২৫ লক্ষ ৭ হাজার আটশত ৫০ টাকা। গত মঙ্গলবার (২০ আগস্ট) ২ কোটি ৪ লক্ষ ৯২ হাজার টাকার ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি, শিফন জর্জেট থান কাপড়, কসমেটিকস এবং গত (০৮ আগস্ট) ২ কোটি ৩৯ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী, কসমেটিকস সামগ্রী, প্যান্ট, বেটনোভেট ক্রিম জব্দ করে। জব্দকৃত মালামালসহ কাভার্ড ভ্যান আখাউড়া কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম