মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ্ তায়ালার সন্তুষ্টি লাভ, এই ভিশন নিয়ে জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে সিংড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সিংড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর সিরাজুল ইসলামের সভাপতিতে¦ প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর মো.আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন, জেলা মজলিসের শুরা সদস্য ও ঘোড়াঘাট উপজেলা আমীর মোফাখ্খায়ের ইসলাম মোল্লা, সিংড়া ইউনিয়ন যুব-বিভাগের সভাপতি গোলাম রব্বানী প্রমুখ।
এ সময় উপজেলা জামায়াত ইসলামীর নায়েবে আমীর আজিজার রহমান, উপজেলা পৌর ও ইউনিয়নের যুব-বিভাগ, ছাত্র শিবিরের নেতাকর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ