নোয়াখালী বেসরকারি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিনের এর আলোচনা সভা ও নতুন আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার মাইজদী বাজার গ্রিন হল সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা শাখার সাবেক সভাপতি ডাক্তার আব্দুস সাত্তার ফরাজির সভাপতিত্বে ও সদর উপজিলা নতুন কমিটির আহবায়ক শহিদুল ইসলাম সাঈদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সভাপতি ডাক্তার এম এ নোমান, সাধারণ সম্পাদক গৌতম ভট্ট, ফিরোজ আলম, বোরহানউদ্দিন মিঠু, গোলাম মর্তুজা মুন্না ও অ্যাডভোকেট ইমাম হোসেন স্বপন। এর আগে শহিদুল ইসলাম সাঈদকে আহবায়ক ও ডাক্তার আখতার উদ্দিনকে সদস্য সচিব করে ৮ সদস্য বিশিষ্ট সদর উপজেলা বেসরকারি হাসপাতাল কমিটি গঠিত হয়েছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নোয়াখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু নাসের মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, ডাক্তার ফিরোজ মাহমুদ, ডাক্তার অসীম রায় নয়ন, অ্যাডভোকেট ইমাম হোসেন স্বপন,মুন্না ও কমিশনার আলমগীরসহ অনেকে। আগামী তিন মাসের মধ্যে এই কমিটি একটি নির্বাচন উপহার দিবে।
বিডি প্রতিদিন/এএ