সহিংসতা থেকে নিজেদের রক্ষায় বিভিন্ন কমিউনিটির কিশোরীদের আত্মরক্ষার কলাকৌশল শিক্ষণের ৬ মাসব্যাপী মার্শাল আর্ট প্রশিক্ষণের সমাপনী হয়েছে।
বৃহস্পতিবার দিনাজপুর জুবিলি উচ্চ বিদ্যালয় দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে দিনাজপুর শহরের ৭টি স্কুল ও বিভিন্ন কমিউনিটির কিশোরীদের নিয়ে ছয় মাসব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
দিনাজপুর ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপারেশন এন্ড এসিফিউশন) মো. আনোয়ার হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিরাজুল ইসলাম, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা রেজাউল ইসলাম, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ হোসেন, জুবিলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুনু বিশ্বাস, ইকবাল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সেলিমা সুলতানা, গিরিজানাথ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মাসুদ আলম, ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান প্রমুখ।
এসময় জুবিলি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আকরাম হোসেন বাবলু, প্রোগ্রাম অফিসার লাকি হাসদা উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন শাওলিন উশু তাইচি কুংফু একাডেমির প্রসিডেন্ট মাস্টার মো. শরিফুল ইসলাম। শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা মার্শাল আর্ট প্রোগ্রামের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।
বিডি প্রতিদিন/এমআই