আসন্ন শারদীয় দূর্গাপুজা উপলক্ষে পঞ্চগড়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাবেত আলী। এ সময় পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, ১৮ বিজিবির (সিও) লেঃ কর্নেল জিয়াউল হক, সেনাবাহিনীর ২৯ বির (সৈয়দপুর) কমান্ডার কর্নেল ইউসুফ আলী, র্যাব-১৩ এর(সিপিসি-২) নীলফামারী কোম্পানি কমান্ডার মেজর ইসতিয়াক, জেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম কাচ্চু, পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র তৌহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর জেলা আমির ইকবাল হোসেন, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি কল্যাণ কুমার ঘোষ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক মোকলেছুর রহমান সান, সাহদাৎ হোসেনসহ হিন্দু ধর্মীয় নেতারা বক্তব্য রাখেন।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজায় প্রত্যেকটি মন্ডপের নিরাপত্তা বজায় রাখার জন্য মন্ডপ কর্তৃপক্ষকে সি সি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেয়া হয়। বিএনপি ও জামায়াতে ইসলামী প্রত্যেক মন্ডপে দলীয় কর্মীদের নিয়ে গঠিত ১০ জন করে স্বেচ্ছাসেবী নিয়োগ করবেন বলে আশ্বাস দেন। কেউ কোন প্রকার ভয়-ভীতি দেখালে বা অনলাইন প্লাটফর্মে গুজব ছড়ালে তাকে আইনের আওতায় আনা হবে। এ সম্পর্কিত যে কোন তথ্য সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাবকে জানানোর অনুরোধ জানানো হয়েছে। সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এবার জেলায় ২৯৯টি মন্ডপে পূজা পালন করা হবে।
বিডি প্রতিদিন/এএ