পিরোজপুরের কাউখালী উপজেলায় সুপারি গাছ থেকে পড়ে ইসমাইল হাওলাদার ( ৯) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের আসপদ্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল উপজেলার ওই গ্রামের ইব্রাহিম হাওলাদারের ছেলে। সে আসপদ্দি উজিয়াল খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবারও স্কুলে যায় ইসমাইল। স্কুল থেকে বাড়ি ফিরে সে কাউকে কিছু না বলে নিজ বাড়ির সুপারি বাগানে সুপারি পারতে যায়। বাগানে কিছু পড়ার শব্দ পেয়ে স্কুলছাত্র ইসমাইলের দাদী বাগানে দৌড়ে যায়। সে বাগানে গিয়ে সুপারি গাছের গোড়ায় মুখমন্ডল থেতলানো অবস্থায় ইসমাইলকে পড়ে থাকতে দেখে। পরে তার ডাক চিৎকারের পরিবারের লোকজন এসে ইসমাইলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক দীপ্ত কুন্ডু জানান, ইসমাইলকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলাইমান জানান, সুপারি গাছ থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনাটি শুনেছি। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম