কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত দুই দিনে চকরিয়া থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- কৈয়ারবিল ইউনিয়নের ইউপি সদস্য এনামুল হক (৬০), রাজারবিলের মো. শহীদ (২৮), সাবেক ইউপি সদস্য নুরুল কবির (৫০), সাবেক ইউপি সদস্য মো. মাহমুদুল করিম (৩৮), নুরুল মোস্তফা (৩২), মো. শাহাবউদ্দিন (৫০), মো. মুরাদ (২২), মো. আসিফ (২০),
এদের মধ্যে এনামুল হক, মো. শহীদ, মাহমুদুল করিম ও নুরুল কবিরকে চকরিয়া পৌরসভায় মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজা শেষে ফোরকান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ এর সংবর্ধনার পর পেকুয়ায় হামলার ঘটনায় দায়ের করা মামলাতেও কয়েকজনকে গ্রেফতার করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভুঁইয়া জানান, বিশেষ অভিযানে গ্রেফতার হওয়া আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল