ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ছোট-বড় ১১৯টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে চলছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। প্রশাসনের থাকছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। সকল পূজা মণ্ডপে পুলিশের পাশাপাশি নিরাপত্তার জন্য থাকছে আনসার। আগামী ৭ অক্টোবর থেকে পূজা শুরু হবে।
কালিনগর গ্রামের বিনয় বিশ্বাস বলেন, পূজাকে কেন্দ্র করে আমাদের মধ্যে ব্যাপক আনন্দের জোয়ার বইছে। এক বছর ঘুরে আবার শারদীয় দুর্গাপূজা আমাদের মাঝে এসেছে। পূজা উপলক্ষে প্রতিটা সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে তৈরি করা হয়েছে নাড়ু, খই, মুড়ি। প্রতিটি বাড়ির সদস্যদের জন্য কিনা হয়েছে নতুন জামা কাপড়।
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জুয়েল মন্ডল বলেন, উপজেলায় মোট পূজা মণ্ডপ রয়েছে ১১৯টি। পূজা মণ্ডপে মোট ৭৩২ জন আনসার নিরাপত্তা হিসেবে কাজ করবে। বাজারের পূজা মণ্ডপগুলোয় থাকবে আটজন করে আনসার সদস্য। গ্রাম অঞ্চলের পূজা মণ্ডপগুলোেতে থাকবে ছয়জন করে আনসার সদস্য।
ওসি (তদন্ত) মজিবুল রহমান বলেন, পূজা মণ্ডপগুলো পর্যাপ্ত পরিমাণ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে। ১১৯টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ১১৯টি পূজা মণ্ডপে ৭৩২ জন আনসার ভিডিপি মোতায়েন করা হবে। পাশাপাশি পুলিশের মোবাইল টিম নিরাপত্তার জন্য থাকবে।
বিডি প্রতিদিন/এমআই