দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। বুধবার সকালে দিনাজপুর জেলা বিএনপি কার্যালয়ে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল লিখিত বক্তব্যে বলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির বিরুদ্ধে একটি কুচক্রিমহল মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন গল্প সাজিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। এছাড়াও ভুল তথ্য দিয়ে একটি মানববন্ধন করা হয়েছে। কচি একজন ত্যাগী নেতা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা মঞ্জুরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপির সহ-সভাপতি মোকাররম হোসেন, খালেকুজ্জামান বাবু, মাহবুব হোসেন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, যুবদলের সভাপতি মোন্নাফ মুকুল প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ