ভারতের আগরতলায় বাংলাদেশি হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা, ভারতের গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টার প্রতিবাদে বুধবার (১১ ডিসেম্বর) ঢাকা থেকে আখাউড়া লং মার্চের ডাক দিয়েছে বিএনপির তিন সহযোগী সংগঠন। এই লং মার্চকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকা বিশাল জনসভার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান, সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এ. এম. জাবের বিন জব্বার, জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আব্দুল মান্নান, জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা আখাউড়া স্থলবন্দর এলাকা পরির্দশন করেছেন। এ উপলক্ষে বিএনপি দলীয় নেতাকমীদের মাঝে ব্যাপক তৎপরতা দেখা যায়।
পরির্দশন শেষে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান জানান, এই জনসভায় বিএনপির অনেক নেতাকর্মী ও সমর্থকের সমাগম ঘটবে। জনগণের নিরাপত্তা ও অপ্রীতিকর ঘটনা নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন থাকবে। দুষ্কৃতিকারী কেউ নিরাপত্তা বিঘ্নের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। শান্তিপূর্ণ পরিবেশে এই জনসভা শেষ হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানায়, আখাউড়া স্থলবন্দর ও সীমান্ত রক্ষায় বিজিবি নিয়োজিত থাকবে। পাশাপাশি জনগণের নিরাপত্তায়ও বিজিবি কাজ করবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আব্দুল মান্নান জানান, শেখ হাসিনা পতনের পর ভারতের আগরতলায় বাংলাদেশি হাইকমিশনে হামলা, ভারতের গণমাধ্যমে অপপ্রচার ও বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চলছে। এই অপচেষ্টার প্রতিবাদে বুধবার ঢাকা থেকে আাখাউড়া স্থলবন্দর পর্যন্ত লং মার্চ করবে বিএনপির তিন অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। লং মার্চ উপলক্ষে বুধবার দুপুর ২টায় আখাউড়া স্থলবন্দর এলাকায় বিশাল জনসভা হবে।
তিনি আরও জানান, এই লং মার্চকে সফল করতে আখাউড়া স্থলবন্দর ঘুরে গেছেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস. এম. জিলানীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি নেতা কবীর আহমেদ ভূইয়া, আখাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন আব্দু, সদস্য সচিব ডা. খোরশেদ আলম ভুঁইয়া প্রমুখ।
সংশ্লিষ্টরা জানান, আগরতলা অভিমুখে লং মার্চে ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে অন্তত দুই হাজার গাড়ির বহর আসবে। আখাউড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন জানান, লং মার্চ সফল করতে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ ঘুরে গেছেন। তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করা হচ্ছে।
জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী বলেন, লং মার্চকে কেন্দ্র করে কেন্দ্রীয়ভাবে নির্দেশনা এসেছে। আয়োজনকারী তিন সংগঠনের নেতৃবৃন্দ এলাকা ঘুরে গেছেন। সফল করতে আমরা প্রস্তুত আছি।
আখাউড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মো. খোরশেদ আলম ভূঁইয়া বলেন, আমরা একটি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার প্রস্তুতি নিয়েছি। লং মার্চকে কেন্দ্র করে বুধবার ১২টা পর্যন্ত মাছসহ অন্যান্য পন্য রপ্তানী করা হবে বলে জানিয়েছেন আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ