বগুড়ার আদমদীঘিতে তরুণদের মাঝে ফুটবল ও জার্সি দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে উপজেলার সান্তাহার শহর প্রেস ক্লাবের সামনের মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি রুমানা আফরোজ তাদের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের উপজেলা কমিটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি তরিকুল ইসলাম জেন্টু, বসুন্ধরা শুভসংঘের উপজেলা কমিটির সভাপতি আমিনুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শাকিল, কোষাধ্যক্ষ ফিরোজ হোসেন, দপ্তর সম্পাদক রঞ্জন কুমার প্রমুখ।
এ সময় ইউএনও রুমানা আফরোজ বলেন, খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে। মাদক ও অপসংস্কৃতি ছেড়ে তরুণ প্রজন্মকে খেলাধুলায় ফিরে আসার আহ্বান জানান তিনি।
বিডি প্রতিদিন/মুসা