খাগড়াছড়িতে ছয়টি পূজা মণ্ডপের প্রতিমাগুলো রবিবার বিকেলে খাগড়াছড়ি চেঙ্গি নদীতে বিসর্জন দেওয়া হয়েছে। ট্রাকে করে এসব পূজা মণ্ডপের দুর্গা দেবীর প্রতিমাগুলো পৌর শহরের গরু বাজার এলাকায় গঞ্জপাড়া ব্রিজের কাছে বিসর্জন দেওয়া হয়।
এর আগে, প্রত্যেকটি পূজা মণ্ডপের প্রতিমা নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। ঢাক-ঢোল পিটিয়ে ব্যাপক জাঁকজমকপূর্ণভাবে প্রতিমার বিসর্জন কার্যক্রম চলে।
এ সময় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। শ্রী শ্রী লক্ষ্মীনারায়ন মন্দির, জগংনাথ মন্দির, খাগড়াপুর শ্রী শ্রী অনাথ আশ্রম, শান্তিনগর ঠাকুরছড়া, গঞ্জ পাড়া মন্দিরের প্রতিমাগুলো একসাথে চেঙ্গি নদীতে বিসর্জন দেওয়া হয়েছে।
উল্লেখ্য, খাগড়াছড়ি জেলায় এবারে ৬১ মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। জেলার নয়টি উপজেলার দুর্গাপূজার প্রতিমাগুলো স্ব স্ব এলাকার নদীতে বিসর্জন দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এমআই