ভাঙ্গায় মদ পানে উজ্জ্বল দাস (২৮) নামক এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
তিনি ভাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ডের মধ্যপাড়া হাসামদিয়া মহল্লার বাসিন্দা পরিবহন ব্যবসায়ী সমীর দাসের বড় ছেলে। উজ্জ্বল দাস পেশায় স্বর্ণ ব্যবসায়ী। তিনি ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া বাজারের ‘মা কালী জুয়েলার্স’ এর মালিক। তিনি দশ মাস আগে বিয়ে করেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত রবিবার রাতে উজ্জ্বল দাস বন্ধুদের নিয়ে মদ পান করেন। পরদিন সোমবার তিনি অসুস্থবোধ করেন। রাত ৮টার দিকে অবস্থার অবনতি হলে তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোকছেদুর রহমান বলেন, আমি শুনেছি উজ্জ্বল দাস নামে এক যুবক মদ খেয়ে অসুস্থ হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গিয়েছে। থানায় এখনও কেউ কোনও লিখিত অভিযোগ করেনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ