আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বগুড়ায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
এতে সভাপতির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিতকল্পে পুলিশের পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি জনসচেতনা বৃদ্ধি করতে প্রচার-প্রচারনা বাড়াতে হবে। চালকদের পাশাপাশি পথচারীদের সতর্ক থাকতে হবে। এছাড়া সম্মিলিত প্রচেষ্টায় বগুড়া শহরকে যানজট মুক্ত করতে হবে।
সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পি এম ইমরুল কায়েস, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিয়ান মুনসীফ, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল। এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা হযরত আলী, সরকারি-সেরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও জেলা সড়ক নিরাপত্তা কমিটির নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএম