বান্দরবানের বৌদ্ধ ধর্মাবলম্বী মারমা সম্প্রদায়ের ওয়াগ্যোই পোয়ে (waggaya poye) বা প্রবারণা উৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) থেকে শুরু করে এই উৎসব ৩ দিনব্যাপী চলবে।
বুদ্ধত্ব লাভের জন্য মহামতি গৌতম বুদ্ধ আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস করে ৩ দিনব্যাপী গুহা থেকে বেরিয়ে আসার ঘটনাকে কেন্দ্র করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা যথাযথ ধর্মীয় মর্যাদা ও উৎসব আমেজে প্রবারণা পূর্ণিমা উৎসব উদযাপন করে থাকে।
প্রবারণা পূর্ণিমার প্রথম দিন বৃহস্পতিবার সকালে বান্দরবানের বোমাং সার্কেলের রাজা উ চ প্রু উজানি পাড়া মহাবৌদ্ধ বিহারে এসে উপষদ গ্রহণ করেছেন।
বান্দরবান উৎসব উদযাপন পরিষদের সভাপতি অং চ মং জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে ভক্তরা নিজ নিজ এলাকার বৌদ্ধ বিহারে এসে পঞ্চম শীল এবং অষ্টম শীল গ্রহণ করেন।
এদিন কিশোর কিশোরীরা বিহারে অবস্থানরত বৌদ্ধ ভিক্ষু, স্রমন ও উপষদ গ্রহণকারীদের উদ্দেশ্যে সোয়াইং (মিষ্টি জাতীয় খাবার) উৎসর্গ করেন।
প্রথম দিন বিকেলে বিশেষভাবে সজ্জিত রথ রাজগুরু বৌদ্ধ বিহার থেকে বের করে উজানি পাড়া মহা বৌদ্ধ বিহার ঘুরিয়ে পুরাতন রাজবাড়ি মাঠে নিয়ে আসা হয়। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় আকাশে হাজার হাজার ফানুস উড়ানো হয়।
এদিকে বৌদ্ধ ধর্মাবলম্বী বড়ুয়া সম্প্রদায় বুধবার ১৬ অক্টোবর থেকে ৩দিন ব্যাপী প্রবারণা উৎসব শুরু করেছে।
বিডি প্রতিদিন/আশিক