বৃষ্টি নামুক খুব জোরে
সকাল সন্ধ্যা রাত ভোরে
বৃষ্টি নামুক তপ্ত রোদের মাঠ পাড়ে
বৃষ্টি নামুক শীতল করুক প্রাণটারে।
বৃষ্টি নামুক খাল বিলে
নদী নালা নদ ঝিলে
বৃষ্টি নামুক রুক্ষ জমিন ধান ক্ষেতে
বৃষ্টি নামুক কাদা-পানি যাক মেতে।
বৃষ্টি নামুক গাঁও শহর
সড়ক বন্দর নাও বহর
বৃষ্টি নামুক মরা ঘাসের সব বনে
বৃষ্টি নামুক; নামুক জোরে- এক্ষণে।