কিছু মেঘ তুলতুলে
লোমআলা ভ্যাড়া
কিছু মেঘ সোজা চলে
কিছু বাঁকা ত্যাড়া!
কিছু মেঘ মনে হয়
শুঁড় তোলা হাতি
কিছু মেঘ সিংহ
কিছু লাগে ছাতি!
কিছু মেঘ কাশফুল
কিছু ঘোড়া রথ যে
কিছু মেঘ ধোঁয়া ধোঁয়া
কিছু মেঠো পথ যে!
কিছু মেঘ তুলতুলে
লোমআলা ভ্যাড়া
কিছু মেঘ সোজা চলে
কিছু বাঁকা ত্যাড়া!
কিছু মেঘ মনে হয়
শুঁড় তোলা হাতি
কিছু মেঘ সিংহ
কিছু লাগে ছাতি!
কিছু মেঘ কাশফুল
কিছু ঘোড়া রথ যে
কিছু মেঘ ধোঁয়া ধোঁয়া
কিছু মেঠো পথ যে!