দুর্গা মা যে আসবে এবার
অন্য রকম সাজে
মনোমন্দিরে তাই তো আজ
ঢোলবাদ্য বাজে,
যাক ধুয়ে যাক আছে যত
মনের আঁধার কালো
শান্তি সুখে সবাই থাকুক
সবাই থাকুক ভালো,
হিংসাবিদ্বেষ সকল ফেলে
আলোর পথে চলি
উমা মায়ের চরণতলে
দিলাম পুষ্পাঞ্জলি।
দুর্গা মা যে আসবে এবার
অন্য রকম সাজে
মনোমন্দিরে তাই তো আজ
ঢোলবাদ্য বাজে,
যাক ধুয়ে যাক আছে যত
মনের আঁধার কালো
শান্তি সুখে সবাই থাকুক
সবাই থাকুক ভালো,
হিংসাবিদ্বেষ সকল ফেলে
আলোর পথে চলি
উমা মায়ের চরণতলে
দিলাম পুষ্পাঞ্জলি।