বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের সব কার্যক্রম মনঃপূত না হলেও তাদের কিছুতেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। কারণ হাজারো শহীদের আত্মদান ও ছাত্র-জনতাসহ সর্বস্তরের জনগণের আন্দোলনের ফসল এ সরকারের ব্যর্থতা মানেই সবার ব্যর্থতা। তবে তারা অর্থাৎ অন্তর্বর্তী সরকার নিজেরা যাতে নিজেদের ব্যর্থতার কারণ না হন, সে ব্যাপারে তাদের সতর্ক থাকতে হবে। গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি দেওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য দুটি কারণে তাৎপর্যের দাবিদার। প্রথমত, বিএনপি এ মুহূর্তে দেশের সবচেয়ে জনপ্রিয় দল। সবচেয়ে সুসংগঠিত গণসংগঠন। টেকনাফ থেকে তেঁতুলিয়া এমন এলাকা নেই যেখানে এ সংগঠনের শাখা নেই। যেখানে তাদের কর্মী বা সমর্থক নেই। যে কারণে অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের শর্তহীন সমর্থন এ সরকারের শক্তি বলে বিবেচিত হবে। জুলাই বিপ্লবে দেশ ছেড়ে পালানো এবং ইঁদুরের গর্তে লুকানো কর্তৃত্ববাদী শাসক ও তাদের অনুচরদের বহুমুখী ষড়যন্ত্র থেকে বিপ্লবের সুফল রক্ষায় জাতীয় ঐক্য নিশ্চিত করবে। নির্দলীয় অন্তর্বর্তী সরকারের সঙ্গে যে কোনো রাজনৈতিক দলের পছন্দ-অপছন্দের পার্থক্য থাকতেই পারে। প্রকৃতিগতভাবে দুটি মানুষের মধ্যে যেখানে সর্বক্ষেত্রে মতের মিল পাওয়া দুষ্কর, সেখানে এ সরকারের সমর্থকদের সঙ্গেও তাদের কোনো কোনো ক্ষেত্রে মতভিন্নতা থাকতেই পারে। কিন্তু এ সরকার যেহেতু ১৮ কোটি মানুষের আবেগের ফসল, সেহেতু তাদের মদত দেওয়া সবারই কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত। তবে সরকারকেও ভাবতে হবে, পতিত কর্তৃত্ববাদের গুটিকয়েক মোসাহেব ছাড়া দেশের সিংহ ভাগ মানুষের আস্থার প্রতীক হিসেবে এমন কিছু করা যাবে না- যা তাদের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করে। বিশেষত গুরুত্বপূর্ণ কয়েকটি ক্ষেত্রে সংস্কার এবং অবাধ নির্বাচনের পথ রচনায় সরকারকে তাদের সব মনোযোগ নিবিষ্ট করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য তার দলের নেতা-কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে উদ্বুদ্ধ করবে এমনটিও প্রত্যাশিত। বৈষম্য মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সবার সংকল্পবদ্ধ ভূমিকার বিকল্প নেই।
শিরোনাম
- গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় মওলানা ভাসানীর অবদান স্মরণীয় : তারেক রহমান
- গাজীপুরে ট্রাক-কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
- সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার আর নেই
- আজ মওলানা ভাসানীর ১৪৫তম জন্মদিন
- শৈত্যপ্রবাহ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
- এবার জুভেন্তাসের কাছে হেরে আরও বিপাকে ম্যানসিটি
- আজ ঢাকার বায়ু খুব অস্বাস্থ্যকর
- দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ১০.২ ডিগ্রি
- আজ দেশে ফিরছেন মির্জা ফখরুল
- গাজায় ইসরায়েলি হামলায় আরও ১৯ ফিলিস্তিনি নিহত
- ওয়াসার ১৯ পদে তাকসিমের দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল
- বিজয় দিবসে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ
- বহিঃশক্তির হুমকিকে বিএনপি ভয় পায় না : সাইফুল ইসলাম
- শুক্রবার থেকে বসুন্ধরায় শুরু হচ্ছে অ্যাম্বাসি ফুটবল ফেস্ট
- ডর্টমুন্ডের মাঠে বার্সার রোমাঞ্চকর জয়
- ‘তারেক রহমানের নেতৃত্বে শুধু বিএনপি নয়, পুরো জাতি উপকৃত হবে’
- ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ সাড়ে তিন ঘণ্টা পর সচল
- নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, গণপিটুনিতে অভিযুক্ত ব্যক্তির মৃত্যু
- বানিয়াচংয়ে নাইন মার্ডার: দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- মিয়ানমারে সংঘাত: টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ