রাজধানীবাসীর একটা নৈমিত্তিক দুর্ভোগের উৎস বেহাল সড়ক। পেরেশানির এ কোনো নতুন উপসর্গ নয়, বরং বলা যায় এটা অধিবাসীদের নিত্যসঙ্গী। মহানগরীর মূল সড়ক থেকে সর্বত্রই ছড়িয়ে রয়েছে অসংখ্য ভাঙাচোরা, এবড়োখেবড়ো, আর ছোট-বড় খানাখন্দে ভরা অলিগলি। সামান্য বৃষ্টিতে সেসব ডুবেও যায়। হাঁটু থেকে কোমর পানিতে ডুবে থাকে। সাবধানে চলতে গিয়ে যানজট সৃষ্টি হয়; দুর্ঘটনা ঘটে প্রতিনিয়ত। বড় গর্তে চাকা পড়ে কাত হয়ে পড়ে বাস-ট্রাক পর্যন্ত। বাস্তব অবস্থা বিচারে এসব সড়ক সুষ্ঠুভাবে জন ও যান চলাচলের অনুপযোগী। বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত খবরে প্রকাশ, মুগদা বিশ্বরোড থেকে গ্রিন মডেল টাউন পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার সড়ক প্রশস্ত করার উদ্যোগ নিয়ে দক্ষিণ সিটি করপোরেশন অনেক বাড়িঘর ভেঙে ফেলেছে। কিন্তু সরকার পরিবর্তনের পর সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। এখন পুরো সড়কটি পানি-কাদায় সয়লাব, চলাচল দুরূহ। রামপুরা-আমুলিয়া-ডেমরা মহাসড়কের করুণ অবস্থা বর্ণনাতীত। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় এ মহাসড়ক চার লেনে উন্নীত করার প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ মুখ থুবড়ে পড়ে আছে। শোচনীয় অবস্থা সায়েদাবাদ-যাত্রাবাড়ী সড়কের। পুরান ঢাকার বিভিন্ন এলাকা, আদাবর, শেখেরটেক, মোহাম্মদপুর, মিরপুর, শ্যামপুরসহ উত্তর-দক্ষিণজুড়ে গোটা ঢাকার বিভিন্ন এলাকায় অসংখ্য সড়ক নানা কাজে খুঁড়ে রাখা হয়েছে। এগুলোর অধিকাংশেরই কাজের গতি মন্থর। অনেক ক্ষেত্রে কাজ থেমে আছে। ফলে এসব এলাকার অধিবাসী এবং চলাচলকারীদের বিড়ম্বনা ও দুর্ভোগ স্থায়ী রূপ নিয়েছে। দেখার যেন কেউ নেই। অথচ এমন অচলাবস্থা সৃষ্টির কোনো সংগত কারণ নেই। ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর সিটি করপোরেশনে প্রশাসকদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা শক্তভাবে হাল ধরলে এমন শোচনীয় অবস্থা দীর্ঘস্থায়ী হওয়ার কথা নয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক স্বীকার করেছেন, সড়ক নিয়ে অনেক অভিযোগ এসেছে। অধিক সমস্যাগ্রস্ত এলাকাগুলোকে প্রাধান্য দিয়ে শিগগিরই কাজ শুরু করা হবে। আমরা বলব, শুভস্য শীঘ্রম। দুই সিটিতেই অবিলম্বে সড়ক সংস্কারের পদক্ষেপ নেওয়া হোক। কাটা-খোঁড়ায় সমন্বয় আনা হোক। মহানগরবাসীর স্বচ্ছন্দ পথচলায় সমুদয় দুর্ভোগ দূর করা হোক। এটাই ঢাকাবাসীর মহানাগরিক অধিকার, দাবি ও প্রত্যাশা।
শিরোনাম
- হালাল পণ্যের বাজার প্রসারে কাজ করবে বাংলাদেশ-মালয়েশিয়া
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনও’র মতবিনিময়
- তুলে নেওয়া ৭৮ বাংলাদেশি মৎস্যজীবীকে ফেরত দেবে ভারত
- ৪৭তম বিসিএসের আবেদন শুরুর তারিখ জানাল পিএসসি
- শেকৃবিতে কম খরচে অধিক উৎপাদনশীল ‘সাউ রাস’ প্রযুক্তির কর্মশালা
- শুধু মেয়ে নয়, দেশে নাবালক ছেলেদেরও বিয়ে দেয়া হচ্ছে
- কালিহাতীতে ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ
- টাঙ্গাইলে মওলানা ভাসানীর ১৪৪তম জন্মবার্ষিকী পালিত
- অন্যায়ভাবে হামলা-মামলাকারীদের বিচারের আওতায় আনা হবে : ডিএমপি কমিশনার
- জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় দণ্ডিত বিএনপি নেতা মিজানুরের জামিন
- অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের
- পতেঙ্গায় বিমান কর্মচারীর মরদেহ উদ্ধার
- ভাঙ্গায় বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
- অপহরণ ও ধর্ষণে সহযোগিতা : সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র রিমান্ডে
- ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগেই পদত্যাগের ঘোষণা এফবিআই পরিচালকের
- চট্টগ্রামে মেহেদী অনুষ্ঠানে যাওয়ার পথে যুবক নিহত
- ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ
- ২০৩৪ বিশ্বকাপ হবে ‘সর্বকালের সেরা’: রোনালদো
- বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ
- গঙ্গাচড়ায় সরকারি বিদ্যমান সেবাসমূহ অবহিতকরণ সম্পর্কিত ওরিয়েন্টেশন