মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

এফডিসিতে কেন এই স্মৃতিফলক

২০০২-এর পর থেকে লেখা হয়নি আর কোনো প্রয়াতের নাম

আলাউদ্দীন মাজিদ

এফডিসিতে কেন এই স্মৃতিফলক

এফডিসির প্রশাসনিক ভবনে স্থাপিত স্মৃতিফলক

এফডিসির প্রশাসনিক ভবনের প্রবেশ দ্বারের দেয়ালে একটি স্মৃতিফলক আছে। ‘নয়ন সম্মুখে তুমি নাই’ শিরোনামের এই ফলকটি এফডিসি প্রশাসন স্থাপন করে প্রয়াত চলচ্চিত্রকারদের স্মৃতির প্রতি সম্মান জানানোর লক্ষ্যে। যারা প্রয়াত হন তাদের জন্ম ও মৃত্যুর তারিখ এতে লেখা হয়। নিঃসন্দেহে এফডিসি কর্তৃপক্ষের মহত্ উদ্যোগ এটি। তবে দীর্ঘদিন ধরে এই মহত্ কাজটি থেমে আছে। ২০০২ সালে প্রখ্যাত অভিনেত্রী রওশন জামিলের মৃত্যুর পর এতে আর কারও নাম ঠাঁই পায়নি। কিন্তু কেন? কোনো সদুত্তর দিতে পারছে না কর্তৃপক্ষ। এ নিয়ে চলচ্চিত্রকারদের মধ্যেও রয়েছে ক্ষোভ। প্রখ্যাত চিত্র পরিচালক ও পরিচালক সমিতির সাবেক কর্মকর্তা আজিজুর রহমান বলেন, এটি যখন মেনটেইন করা যাচ্ছে না তখন তা রেখে কী লাভ। সরিয়ে নিলেই হয়। ২০০২ সালের পর থেকে অসংখ্য চলচ্চিত্রকারের মৃত্যু ঘটেছে। কেন তাদের নাম  লিপিবদ্ধ করা হয়নি এতে। এটি কি কর্তৃপক্ষের অবহেলা নাকি উদাসীনতা? চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শাকিব খান বলেন, চলচ্চিত্রকারদের প্রতি সম্মান জানাতেই যখন এই স্মৃতিফলক টাঙানো হয়েছে তখন এ পর্যন্ত যারা মারা গেছেন সবার নাম এতে থাকা স্বাভাবিক। কিন্তু তা করা হয়নি। মানে বাকিদের প্রতি অসম্মান জানানোর মতোই কাজ হচ্ছে। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে এফডিসি প্রশাসনের নানা অব্যবস্থাপনা ও উদাসীনতার চিত্রই ফুটে উঠেছে। বর্তমান এমডি এফডিসির উন্নয়নসহ সব বিষয়ে সচেতন। তাই আশা করব বিষয়টির প্রতি নজর দেবেন তিনি। প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এ বিষয়ে চলচ্চিত্রকারদের দায়িত্ব রয়েছে। কেউ মারা গেলে তার জন্ম আর মৃত্যু তারিখ এনে প্রশাসনে জমা দেবেন এবং প্রশাসন নাম লেখার দায়িত্ব নেবে। আসলে চলচ্চিত্রকাররা নিজেরাই নিজেদের ব্যাপারে উদাসীন। কোনো চলচ্চিত্রকার মারা গেলে সব শিল্পী বা নির্মাতাকে জানাজায় পর্যন্ত উপস্থিত হতে দেখা যায় না। তাই ফলকে নাম লিপিবদ্ধ করার ব্যাপারে তারা উদ্যোগ নেবেন কীভাবে? স্মৃতিফলকে ১২.৯.১৯৭০ সালে মারা যাওয়া অভিনেতা কাজী খালেক থেকে শুরু করে ১৪. ৫. ২০০২ সালে প্রয়াত অভিনেত্রী রওশন জামিল পর্যন্ত মোট ১৬ জনের নাম লিপিবদ্ধ আছে।  তারপর থমকে গেছে। চলচ্চিত্রকারদের প্রশ্ন, তাহলে কি এরপর আর কোনো চলচ্চিত্রকার মারা যাননি?

সর্বশেষ খবর