বয়স মাত্র সাত পেরিয়েছে। এর মধ্যে একাধিক গান গেয়ে সাড়া ফেলে দিয়েছেন শিশুশিল্পী আসফিয়া ওহী। মাস তিনেক আগে সাথী খানের গাওয়া ‘বিশ্বাস করো বন্ধু’ গানটি শিশুশিল্পী ওহীর কণ্ঠে অবমুক্ত হয়। এরপরই মূলত অনেকের দৃষ্টি কাড়েন ওহী। এরপর গগন সাকিব অফিশিয়ালের ব্যানারে রিলিজ হয়েছে আরও তিনটি গান। সর্বশেষ চলতি সপ্তাহে মুক্তি পেয়েছে নতুন গান ‘চোখের পানি হইতো যদি লাল’। মাসুম তসলিমের কথা ও সুরে গানটি মূলত এসকে স্বচ্ছর কণ্ঠে জনপ্রিয় হয়। এবার ওহীর কণ্ঠে গানটি মুক্তি পেয়েছে গগন সাকিবের চ্যানেলে। ওহীর এ যাত্রা প্রসঙ্গে তার বাবা জানান, ‘বেশ আগে থেকেই গুনগুন করে গান গাইতো ওহী। এরপর এক দিন এমনি এমনি ফেসবুকে আপলোড করার পর সাড়া পাই। ও এখনো অনেক ছোট। ওর মা ওকে ধরে ধরে মুখস্থ করায়। তারপর ও সেটা গায়।’ জানা গেছে ওহীর কণ্ঠে শিগগিরই মৌলিক গানসহ আরও কিছু গান রয়েছে মুক্তির অপেক্ষায়।