একের পর এক ওটিটি কনটেন্টে অভিনয়ের দ্যুতি ছড়িয়ে নিজেকে নতুনভাবে চিনিয়েছেন এফ এস নাঈম। সম্প্রতি হাজির হয়েছেন মাছরাঙা টিভির ধারাবাহিক ‘সিটি লাইফ’-এ। শাহরিয়ার তাসদিকের রচনা ও নজরুল ইসলাম রাজুর পরিচালনায় এ ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাঈম। এ বছরের শুরুতেও মাছরাঙা টিভিতে একটি অনুষ্ঠান করেছিলাম তাঁদের সঙ্গে। সেটা খুব পছন্দ করেছিল দর্শক। তখন থেকেই মাছরাঙার জন্য একটি ধারাবাহিক করার কথা চলছিল। গল্পটা শোনার পর দেখলাম এ শহরের মানুষেরই গল্প, ভালো লেগেছে।’ নতুন কাজের খবর নিয়ে নাঈম বলেন, এরই মধ্যে কিছু কাজে যুক্ত হয়েছেন।। এদিকে জুনে ‘মায়া’ শিরোনামে নতুন গান প্রকাশ করেছেন নাঈম।