বলিউড অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা তাঁর নতুন সিনেমা নিয়েও আলোচনায়। মুক্তির আগেই আটকে গেল কঙ্গনা অভিনীত, পরিচালিত ও প্রযোজিত সিনেমা ‘ইমার্জেন্সি’। আগামী ৬ সেপ্টেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। আসন্ন সিনেমায় কঙ্গনাকে দেখা যাবে ইন্দিরা গান্ধীর চরিত্রে। ইমার্জেন্সি মুক্তির সার্টিফিকেট এখনো দেয়নি সেন্সর বোর্ড। শুধু তাই নয়, ধর্ষণ ও প্রাণনাশের হুমকির মুখেও পড়েছেন কঙ্গনা। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিওতে কঙ্গনা প্রকাশ করেছেন যে, তাঁর পরিচালিত এ সিনেমাটি এখনো সেন্সর বোর্ডের তরফে সবুজ সংকেত পায়নি। সেন্সর সার্টিফিকেট আটকে দেওয়া হয়েছে, কারণ সেন্সর বোর্ডের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, সেই কারণে বিলম্ব হচ্ছে।