ধারাবাহিকভাবে মুক্তি পাচ্ছে ফোক গায়ক রাজু মন্ডলের গান। দেশের নতুন ও পুরনো বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান প্রকাশ করছে গানগুলো। এরই ধারাবাহিকতায় দেশের অন্যতম অডিও প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক ফোক স্টেশন থেকে এবার প্রকাশ হয়েছে এ গায়কের ‘রাধা কৃষ্ণ’। রোশেন রহমানের সংগীতে ‘রাধার প্রেমে কৃষ্ণ পোড়া’ এমন কথার গানটি লিখেছেন ও সুর করেছেন বাউল আকাইদ। এডিট অ্যান্ড কালার এলএমজি বিডি। রাজু মন্ডল বলেন, ‘দর্শক-শ্রোতাদের কাছে আমি কৃতজ্ঞ। তারা আমার গান ভালোবাসে বলেই নতুন নতুন গান গাওয়ার সাহস পাই। সবাইকে আমার নতুন গানটি শোনার আমন্ত্রণ রইল।’ উল্লেখ্য, ২০১৮ সালে গানের জগতে পা রাখেন রাজু মন্ডল। আর এসেই যেন জয় করে নিয়েছেন লাখো কোটি বাংলা গানপ্রিয় শ্রোতাদের হৃদয়।