১০ অক্টোবর, ২০১৭ ১২:০৩

কারোরই কিছু বুঝতে অসুবিধা হচ্ছে না

দীপঙ্কর দীপন

কারোরই কিছু বুঝতে অসুবিধা হচ্ছে না

খেয়াল করেছেন? খুব ভেতরে ভেতরে একটা বড় পরিবর্তন ঘটে গেছে বাংলাদেশে? ক্লাস আর মাসের ব্যবধান অনেকটা ঘুঁচে গেছে।

যে ভরসায় 'ঢাকা অ্যাটাক'র মতো টেকনিকাল গল্প নিয়ে সবার কাছে পৌঁছাতে সাহস করেছি তার প্রমাণ পেয়েছি এই কয়দিনে বিভিন্ন হলে ঘুরে ঘুরে।

অ্যালফাবেটিক কোড, নিউম্যারিক কোড, রিমোট ডি অ্যাকটিভেটর, অলটাননেটিভি সার্কিট, জিসানের মাস্টার প্ল্যান, মং এর মোটিভ, প্যারারাল ইনভেস্টিগেশন- কী সিঙ্গেল স্ক্রিন, কী মাল্টিপ্লেক্স - কারোরই কিছু বুঝতে অসুবিধা হচ্ছে না।

এই বাংলাদেশকে নিয়ে আমরা পাহাড় সমান আশা নিয়ে বুক বাঁধতেই পারি। শুধু বিশ্বাস রাখতে হবে নিজেদের বুদ্ধিমত্ত্বার উপরে।

(নির্মাতার ফেসবুক থেকে সংগৃহীত)


বিডি প্রতিদিন/১০ অক্টোবর, ২০১৭/ফারজানা

সর্বশেষ খবর