জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে খুন, হত্যা ও অপহরণের ঘটনায় সাধারণ মানুষ আজ আতঙ্কিত। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে অবনতির দিকে ধাবিত হচ্ছে। এ অবস্থা থেকে উত্তোরনের জন্য সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় সরকারের সব কার্যক্রম ম্লান হয়ে যাবে।
আজ বিকেলে বনানীস্থ কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
সভার শুরুতে সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানের রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী নির্বাচন নিয়ে আলোচনা হয়।
বলেন, ‘জাতীয় পার্টি পল্লীবন্ধু এরশাদের নেতৃত্বে এক্যবদ্ধ ছিল, আছে এবং থাকবে। বাংলার উন্নয়নের জন্য পল্লীবন্ধুর কোনো বিকল্প নাই।’
নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবু জাহেরের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, যুগ্ম-প্রচার সম্পাদক বেলাল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক সানাউল্লাহ সানু, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল মজিদ খন্দকার, মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আকরাম আলী শাহীন প্রমুখ।