বুধবার, ২৪ জুলাই, ২০১৩ ০০:০০ টা

আইন কমিশনের চেয়ারম্যান

আইন কমিশনের চেয়ারম্যান

আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। আগামী তিন বছরের জন্য তিনি এ নিয়োগ পেয়েছেন। এ সময় তিনি প্রধান বিচারপতির প্রাপ্য বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধাদি পাবেন। গতকাল আইন মন্ত্রণালয়ের এক পরিপত্রে এ তথ্য জানা গেছে। বিচারপতি এ বি এম খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর প্রধান বিচারপতি হিসেবে যোগদান করেন। ২০১১ সালের ১৭ মে তিনি অবসরে যান। হাইকোর্টে বিচারপতি থাকাকালে তিনি আলোচিত বঙ্গবন্ধু হত্যা মামলার রায়, পঞ্চম সংশোধনী মামলার রায় এবং আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকার মামলার রায় প্রদান করেছিলেন। ২০০০ সালের ২৬ এপ্রিল তিনি হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। এর আগে ১৯৯৮ সালের ২৭ এপ্রিল হাইকোর্টের অস্থায়ী বিচারপতি এবং ২০০৯ সালের ১৪ জুলাই আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। এবিএম খায়রুল হক ১৯৪৪ সালের ১৮ মে মাদারীপুরের রাজৈর থানার আড়াইপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ও লন্ডন থেকে ১৯৭৫ সালে বার-এট-ল ডিগ্রি লাভ করেন। এরপর তিনি ১৯৭৬ সালে হাইকোর্ট বিভাগে এবং ১৯৮২ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। প্রসঙ্গত, এবিএম খায়রুল হকের আগে সাবেক দুই প্রধান বিচারপতি এটিএম আফজাল ও মোস্তফা কামাল আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

 

 

সর্বশেষ খবর