বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদ (বীরবিক্রম) ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে।
গতকাল দুপুরে ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, দলের সর্বসম্মতিক্রমে মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদ ও ডা. জাহিদ হোসেনকে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্য করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ স্থায়ী কমিটিতে রয়েছেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু। তাদের মধ্যে ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বয়োবৃদ্ধ ও ব্যারিস্টার রফিক মারাত্মক অসুস্থ হওয়ায় স্থায়ী কমিটির বেশির ভাগ বৈঠকেই অংশ নিতে পারেন না।