জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের প্রতিবেশী একটি দেশ শুকনা মৌসুমে পানি আটকিয়ে রাখে, আর বর্ষার সময় একসঙ্গে সব গেট খুলে দিয়ে বাংলাদেশকে ডুবায়। প্রতিবেশী ওই দেশ আমাদের সবচেয়ে বড় বন্ধু! গ্রীষ্মে যখন পানির প্রয়োজন হয়, তখন আমাদেরকে পানি না দিয়ে পিপাসার্ত করে তুলে। গ্রীষ্মে বানায় মরুভূমি, আর বর্ষার সময় পানি ছেড়ে দেয়। গত বুধবার বিকালে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের শেখের কেল্লা এলাকায় পানিবন্দি দুর্গত বাসিন্দাদের মাঝে ত্রাণ বিতরণকালে এ মন্তব্য করেন তিনি। জামায়াতের আমির বলেন, আমাদের একটা সরকার ছিল, সাড়ে ১৫ বছর। তারা বলত আমাদের দেশকে সিঙ্গাপুর বানায় ছাড়ছে। এ হলো সিঙ্গাপুরের দৃশ্য। তারা বলত এটা কানাডা, এ হলো কানাডার দৃশ্য। এসব ছিল মিথ্যা এবং ভোগাছ। তারা জনগণের সব অধিকার কেড়ে নিয়েছিল। মানুষ তার নিজের বাসায় একটা পর্দা টানালে বলত- এ ঘরে জঙ্গি আছে। ওদের মাথায়, ওদের মগজে সব সময় জঙ্গি জঙ্গি ভাব ছিল। আসল জঙ্গি তারা। তারা মাথায় হেলমেট দিয়ে, হাতে মুগুর নিয়ে মানুষের ওপর আক্রমণ চালায়। এরা আসল জঙ্গি। শেষে দুর্যোগের হাত থেকে রক্ষা করতে দোয়া করেন জামায়াতের এ নেতা।
‘বিপন্ন ভাইবোনদের কাছে যাচ্ছি, আপনারাও আসুন’ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির বলেছেন, ‘বানভাসি বিপন্ন ভাইবোনদের কাছে যাচ্ছি, আপনারাও আসুন’। তিনি বলেন, টানা ভারী বর্ষণ ও ভারতের বাঁধ খুলে দেওয়ার কারণে ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ দেশের ৯টি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।