৯ জুন, ২০২৩ ১৬:২৬

চারটি রুশ ক্রুজ মিসাইল, ১০টি অ্যাটাক ড্রোন ভূপাতিতের দাবি ইউক্রেনের

অনলাইন ডেস্ক

চারটি রুশ ক্রুজ মিসাইল, ১০টি অ্যাটাক ড্রোন ভূপাতিতের দাবি ইউক্রেনের

রুশ বাহিনীর বিরুদ্ধে কিয়েভের পাল্টা আক্রমণ শুরু হয়েছে, বলছে থিংক ট্যাংক

ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার চারটি ক্রুজ মিসাইল ও ১০টি অ্যাটাক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। এক বিবৃতিতে ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, বৃহস্পতিবার রাতে রাশিয়ার বাহিনী ১৬টি ড্রোন ও ছয়টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। অন্য দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র মধ্য ইউক্রেনের বেসামরিক বস্তুতে আঘাত হানে।

এদিকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, দোনেতস্কে ব্যাপক লড়াই চলছে। লড়াইয়ের ফলাফলের জন্য তিনি সেনাদের প্রশংসা করেছেন। বৃহস্পতিবার রাত্রীকালীন এক বক্তব্যে জেলেনস্কি বলেন, ‘যারা এই ফলাফল অর্জন করেছে তাদের কাছে আমি কৃতজ্ঞ।’

ওয়াশিংটন ডিসি ভিত্তিক একটি থিংক ট্যাংক বলছে, রুশ বাহিনীর বিরুদ্ধে কিয়েভের পাল্টা আক্রমণ শুরু হয়েছে। 

 রাশিয়া জানিয়েছে, দক্ষিণ ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে ব্যাপক লড়াই চলছে। রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা বৃহস্পতিবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ব্রিফ করেছেন যে, রাশিয়া সফলভাবে হামলা প্রতিহত করেছে। সূত্র: আল জাজিরা

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর