১০ জুন, ২০২৩ ২৩:৫৭

পাল্টা আক্রমণ শুরু হয়ে গেছে, নিশ্চিত করলেন জেলেনস্কি

অনলাইন ডেস্ক

পাল্টা আক্রমণ শুরু হয়ে গেছে, নিশ্চিত করলেন জেলেনস্কি

রুশ সেনাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেন

গত কয়েক মাস ধরে  ইউক্রেন বলে আসছে, রুশ সেনাদের বিরুদ্ধে তারা পাল্টা অভিযান শুরু করবে। যদিও রাশিয়া প্রায় দুই মাস আগে বলেছে, ইউক্রেনের পাল্টা অভিযান শুরু হয়েছে। তবে ইউক্রেন সেটা স্বীকার করেনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি শনিবার পাল্টা আক্রমণ শুরু হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।  

আল জাজিরার খবর অনুসারে, জেলেনস্কি বলেছেন রুশ সেনাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ চলমান রয়েছে। তবে বিস্তারিত তথ্য দেননি তিনি। 

জেলেনস্কির ভাষায়, ‘পাল্টা আক্রমণ এবং প্রতিরক্ষামূলক কাজ চলছে।  তবে সেটা কোন পর্যায়ে  তা আমি বিস্তারিত বলব না।’

একজন সাংবাদিক জেলেনস্কিকে বলেন, পুতিন দাবি করেছেন কিয়েভের বহুল প্রতীক্ষিত পাল্টা অভিযান  ইতোমধ্যে ব্যর্থ হয়েছে। 

এ বিষয়ে জেলেনস্কি বলেন,  আমাদের পাল্টা আক্রমণ নিয়ে পুতিন কী বলল তা কৌতূহলোদ্দীপক (ইন্টারেস্টিং)। তারা সব সময় আমাদের দ্বিধার মধ্যে রাখতে চায়। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর