পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে ২৩তম সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলন। এই সম্মেলন আন্তর্জাতিক পর্যায়ে রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মঙ্গলবার রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই সম্মেলনের উদ্বোধন করেন। আজ বুধবারও সম্মেলনটি চলবে, যেখানে বিভিন্ন দেশের শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন।
বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে, প্রায় এক দশক পর ভারতের কোনো পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে সফর করেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা করেছেন। এর আগে পাকিস্তানে ভারতীয় মন্ত্রীদের উপস্থিতি বিরল ছিল।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সম্মেলনের সভাপতিত্ব করছেন। এতে এসসিওর অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরাষ্ট্র চীন, রাশিয়া, ভারত, ইরানসহ কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং বেলারুশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সম্মেলনে ১৬টি দেশ পর্যবেক্ষক এবং সংলাপ অংশীদার হিসেবে উপস্থিত আছে,। এটা এই জোটের আন্তর্জাতিক প্রভাব বৃদ্ধির দিকটিই নির্দেশ করে।
৯০০ জন বিদেশি অতিথির উপস্থিতি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এই সম্মেলনের গুরুত্ব উপলক্ষে ইসলামাবাদে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলো ঘিরে কঠোর সতর্কাবস্থায় রয়েছে নিরাপত্তা বাহিনী, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যায়।
২০১৭ সালে কাজাখস্তানে অনুষ্ঠিত এসসিও সম্মেলনে পাকিস্তান পূর্ণ সদস্যপদ লাভ করে। এর মাধ্যমে দেশটি এই জোটে তার ভূমিকা আরও দৃঢ় করতে সক্ষম হয়েছে। এবারের সম্মেলন শুধু পাকিস্তানের জন্য নয়, গোটা অঞ্চলের নিরাপত্তা এবং সহযোগিতার একটি নতুন দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পারে।
বিডিপ্রতিদিন/কবিরুল