‘আমাদের ভবিষ্যৎ এখানে তৈরি’ মন্ত্রে উজ্জীবিত ডেমোক্র্যাটিক পার্টি আগামীকাল সোমবার শিকাগো নগরীতে শুরু করছে জাতীয় সম্মেলন। এ সম্মেলনে ঘোষণা করা হবে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে দলের মনোনীত প্রার্থী কমলা হ্যারিসের নাম।
কমলা হচ্ছেন প্রথম ভারতীয় আমেরিকান ও কৃষ্ণাঙ্গ নারী প্রেসিডেন্ট প্রার্থী। সম্মেলন চলবে চার দিন। ১৬ বছর আগে এ দলের মনোনীত প্রার্থী বারাক ওবামা প্রথম কৃষ্ণাঙ্গ এবং আধা মুসলমান হিসেবে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন। সম্মেলনে ডেমোক্র্যাটিক পার্টির ৫ সহস্রাধিক ডেলিগেট ছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী-সমর্থকসহ ৫০ হাজারের অধিক আমেরিকান অংশ নেবেন। বাইডেন, ওবামা, হিলারি এবং বিল ক্লিন্টনসহ ডেমোক্র্যাটিক পার্টির শীর্ষস্থানীয় সব নীতিনির্ধারকই এ সম্মেলনে বক্তৃতা করবেন। এখানে দলীয় প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করবেন ডেলিগেটরা। প্রথম দিনেই ভাষণ দেবেন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্মেলনের উদ্বোধনের সন্ধ্যায় ভাষণ দেবেন হিলারি ক্লিন্টন। পরদিন মঙ্গলবার বারাক ওবামার ভাষণ। বুধবার রানিংমেট (ভাইস প্রেসিডেন্ট প্রার্থী) টিম ওয়ালজকে সঙ্গে নিয়ে প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস নিজের পরিকল্পনা উপস্থাপন করবেন। বৃহস্পতিবার ঘোষণা করা হবে মনোনীত প্রেসিডেন্ট পদপ্রার্থীর নাম। উল্লেখ্য, ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হলেও ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে গিয়েছিলেন হিলারি। তবে প্রধান কোনো রাজনৈতিক দল থেকে নারী হিসেবে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার যোগ্যতা হিলারি ক্লিন্টনেরই হয়েছিল। ডেমোক্র্যাটিক পার্টির এ সম্মেলন চলাকালে বাইরে হাজার হাজার বিক্ষোভকারীর উপস্থিতি ঘটবে বলে জানা গেছে। তারা বাইডেনের অনেক সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানানোর কর্মসূচি ঘোষণা করেছেন। ফিলিস্তিনিদের নির্বিচার হত্যাযজ্ঞে ইসরায়েলকে সহযোগিতা, ইমিগ্রেশন ইস্যুতে অঙ্গীকার ভঙ্গ এবং সীমান্ত খুলে দিয়ে লাখ লাখ বিদেশিকে প্রবেশের সুযোগদান, করোনা থেকে জেগে ওঠার পরিক্রমায় নাগরিকদের পাশে দাঁড়ানোর চেয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিপুল অর্থ সহায়তা ইত্যাদির নিন্দা ও প্রতিবাদ জানানো হবে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় শিকাগো সিটি পুলিশ প্রশাসন প্রস্তুত বলেই জানানো হয়েছে।