ভিমরুলের কামড়ে ময়মনসিংহের ধোবাউড়ায় বাবা ও মেয়ের মৃত্যুর পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত গভীর রাতে মারা যায় ছেলে সিফাতুল্লাহও (৬)। গতকাল সকাল সাড়ে ৯টায় উপজেলার পোড়াকান্দলিয়া ইউনিয়নের দুধনই গ্রামে হাজারো মানুষের উপস্থিতিতে একসঙ্গে তিনজনের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পাশাপাশি তিনটি কবরে তাদের দাফন করা হয়। এ সময় এক হৃদয়বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়। এদিকে এ ঘটনার খবর পেয়ে মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত শারমিন। এ সময় তিনি লাশ দাফনকাফনের জন?্য আর্থিক সহায়তা প্রদান করেন। জানা যায়, ধোবাউড়া উপজেলার দুধনই গ্রামের চান্দু মেম্বারের ছেলে মাওলানা আবুল কাশেম দুধনই বাজার জামে মসজিদে ইমামতি করতেন এবং তার মেয়ে লাবিবা ইদারাতুল কোরআন মাদরাসায় প্রথম শ্রেণিতে পড়ত। শনিবার সকাল ১০টার দিকে তিনি নিজ বাড়ি থেকে নৌকা নিয়ে লাকড়ি সংগ্রহের উদ্দেশে দুই সন্তানসহ বের হয়েছিলেন। এ সময় পাশেই একটি বাঁশঝাড়ে নৌকা আটকে যায়। এতে ভিমরুলের বাসা ভেঙে গেলে ভিমরুল তাদের ওপর আক্রমণ করে। এতে তারা তিনজনই আহত হলে তাদের ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক মেয়ে লাবিবাকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হলে পিতা ও ছেলেকে ময়মনসিংহ মেডিকেলে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে বাবা আবুল কাশেমের মৃত্যু হয়। সবশেষে ছেলে সিফাতুল্লাহও মারা যায়। স্থানীয় পোড়াকান্দলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মঞ্জরুল হক বলেন, ঘটনাটি অত?্যন্ত মর্মান্তিক। আমাদের এলাকায় এমন হৃদয়বিদারক ঘটনা কখনো ঘটেছে বলে জানা নেই। এমনকি একই পরিবারের তিনজনের জানাজাও হয়নি একসঙ্গে।