শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত শিক্ষার্থী সবুজ মিয়া এবারের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি মানবিক শাখা থেকে ৪.৩৩ পেয়ে উচ্চ মাধ্যমিক পাস করেন। গতকাল প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে। এদিকে এইচএসসি পরীক্ষার এমন ফলাফলে কান্না থাকছে না সবুজের স্বজনদের। গতকাল ছেলের ফলাফল জানার পরপরই বারবার মূর্ছা যাচ্ছিলেন তার বাবা-মা। সবুজ শেরপুরের শ্রীবরদী সরকারি কলেজের মানবিক বিভাগে পড়তেন। এইচএসসি পরীক্ষায় তার রোল নম্বর ছিল ৪২৯০৫১।
উল্লেখ্য, ৪ আগস্ট শ্রীবরদী উপজেলার রুপার পাড়ার নিজ বাড়ি থেকে শেরপুর শহরে স্বৈরাচারবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যোগ দিয়েছিলেন তিনি। এ সময় ছাত্রদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।