২ নভেম্বর, ২০১৫ ০৯:১৯

৪ একর জমিতে দেশ!

অনলাইন ডেস্ক

৪ একর জমিতে দেশ!

যুক্তরাষ্ট্রের জাক ল‍্যান্ডসবার্গ নামে এক ব্যক্তির একটি রাষ্ট্র তৈরির দীর্ঘদিনের শখ ছিল। এ লক্ষ্যে সে ইন্টারনেট সার্চ করে পছন্দমতো জমিও কিনে। একেবারে নিজ হাতে তৈরি করে 'সার্বভৌম একটি রাষ্ট্র'ও। কিন্তু রাষ্ট্রের আকার কতো জানেন? মাত্র ৪ একর! নিজের এই ক্ষুদ্র রাষ্ট্রের নামও দিয়েছেন ওই মার্কিনি। না 'রিপাবলিক অব জাকিস্তান'।
জ্যাকের রাষ্ট্রের অন্যান্য সাধারণ রাষ্ট্রের মতো কিছু বৈশিষ্ট্যও রয়েছে। যেমন এটির রয়েছে নিজস্ব পতাকা, রোবট নিয়ন্ত্রিত নিরাপত্তা ব‍্যবস্থা এমনকি পাসপোর্টও! রয়েছে সরকার ব্যবস্থাও। জাকিস্তানের প্রেসিডেন্ট জাক নিজেই।
পাসপোর্ট দেখিয়ে যে কারো রাষ্ট্রদিতে প্রবেশের অনুমতি মেলে। ভাবছেন, রাষ্ট্র হিসেবে জাতিসংঘের স্বীকৃতি মিলেছে কিনা! দুঃখজনক হলেও আসলে  জাকিস্তানকে কেউ দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি। তা না হলেও জ্যাকের স্বপ্ন, আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবেন নিজের জাকিস্তানকে। সূত্র: আজকাল

বিডি-প্রতিদিন/২ নভেম্বর ২০১৫/শরীফ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর