নোয়াখালী, ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম এই তিন জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করেছে সরকার।
আজ রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।
প্রজ্ঞাপনে নীলফামারী ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. আব্দুল্লাহ আল ফারুককে নোয়াখালী জেলার পুলিশ সুপার, পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামকে ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার ও বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানকে কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ