জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, সরকারের উদাসীনতার কারণেই শিক্ষার্থীদের ন্যায়সংগত ও শান্তিপূর্ণ আন্দোলন জটিল আকার ধারণ করেছে। ন্যায়সংগত আন্দোলন জনগণের সাংবিধানিক অধিকার। ন্যায্য অধিকার আদায়ের জন্যই মুক্তিযুদ্ধ হয়েছিল। রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দেশের চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
মাওলানা মঞ্জুরুল বলেন, আন্দোলনের শুরু থেকে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের উসকানিমূলক বক্তব্য, শিক্ষার্থীদের ওপর সরকারদলীয় ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের সশস্ত্র হামলা এবং শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়ে তাদের দমনের চেষ্টা করার কারণেই দেশ আজ অগ্নিগর্ভ হয়ে উঠেছে।
তিনি কোটা আন্দোলনকে ঘিরে দেশব্যাপী শিক্ষার্থীদের আটকের নিন্দা জানান।
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা তাফাজ্জাল হক আজিজ, মাওলানা ফজলুল করিম কাসেমী, মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা বশিরুল ইসলাম, মাওলানা নুর মোহাম্মদ কাসেমী, মুফতি মাওলানা জাবের কাসেমী প্রমুখ।