অসুস্থবোধ করায় হাসপাতালে ভর্তি হয়েছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। তিনি বর্তমানে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ডা. শফিকুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। গতকাল বেসরকারি সংস্থা উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণার (উবিনিগ) পরিচালক সীমা দাস সিমু এ তথ্য জানিয়েছেন। সিমু জানান, গত চার-পাঁচ দিন ধরে ফরহাদ মজহার জ্বরে ভুগছিলেন। গতকাল সকাল থেকেই বেশি অসুস্থবোধ করায় দুপুর ১২টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে তার চিকিৎসা শুরু হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন।
ফরহাদ মজহারের জন্ম ১৯৪৭ সালে নোয়াখালীতে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসিতে পড়ার পর যুক্তরাষ্ট্রে গিয়ে অর্থনীতিতে ডিগ্রি নেন তিনি। দেশে ফিরে তিনি উবিনিগ নামে একটি এনজিও গড়ে নয়াকৃষি আন্দোলন শুরু করেন। জাসদের প্রতিষ্ঠাতা তাত্ত্বিক সিরাজুল আলম খান দাদাভাইয়ের মামাতো ভাই ফরহাদ মজহার ‘চিন্তা’ নামে একটি পত্রিকারও সম্পাদক।