পাকিস্তান সফরে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। ২১-২৫ আগস্ট প্রথম টেস্ট রাওয়ালপিন্ডিতে এবং ৩০ আগস্ট-৩ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট করাচিতে। সিরিজটি খেলতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল ঢাকা ছাড়বে ১৭ আগস্ট। টাইগারদের পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সরকারি নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে। তারপরও বিসিবি একজন নিরাপত্তা পরামর্শক চেয়ে আবেদন করেছে বাংলাদেশ সরকারের কাছে। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, ‘দেখুন, নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পাকিস্তানের। বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ চন্ডিকা হাতুরাসিংহের আজ ঢাকায় ফেরার কথা।
২৬ জুলাই আসার কথা ছিল। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত ১৩ টেস্ট খেলে ড্র করেছে সাকল্যে একটি এবং বাকি ১২টিতে হেরেছে।