টেস্ট সিরিজে ভালো করার জন্য ‘এ’ দলের সঙ্গে মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, জাকির হাসানদের আগে পাঠায় বিসিবি। ইসলামবাদে পাকিস্তান ‘এ’ দলের সঙ্গে দুটি চার দিনের ম্যাচ খেলবে ‘এ’ দল। প্রথম চার দিনের ম্যাচটি ড্র হয়েছে গতকাল। ১২ সেশনের ম্যাচে খেলা হয়েছে মাত্র ১৭৩.৫ ওভার। ম্যাচে পুরোপুরি ব্যর্থ হয়েছেন ৮৮ টেস্ট খেলা মুশফিক, ৬১ টেস্ট খেলা মুমিনুল ও অধিনায়ক এনামুল। গতকাল শেষ দিন ব্যাটিংয়ে না নেমে ৪ উইকেটে ৩৬৭ রানেই ইনিংস ঘোষণাা করে স্বাগতিকরা। ২৪৫ রানে পিছিয়ে ব্যাটিংয়ে ৫ উইকেটে ১৫৩ রান করে এনামুল বাহিনী। এনামুলরা ব্যাটিং করেন মাত্র ৩৯.২ ওভার। প্রথম ইনিংসে ১১ রানের পর দ্বিতীয় ইনিংসে ৮ রান করেন। ব্যর্থ হয়েছেন অধিনায়ক এনামুলও। উভয় ইনিংসে যথাক্রমে ৭ ও ৪ রান করেন। দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার মুশফিক প্রথম ইনিংসে ১৪ রান করলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামেননি। গতকাল ৫৫ রানের ইনিংস খেলেন নাঈম হাসান। জাকির হাসান ৩৩ রান করেন। একই ভেন্যুতে দ্বিতীয় চার দিনের ম্যাচ ২০-২৩ আগস্ট।