ফুটবলপ্রেমীদের প্রত্যাশা থাকে দুনিয়া কাঁপানো বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল খেলুক। ১৯৮৬ বিশ্বকাপের পর থেকে এ প্রত্যাশা জেঁকে বসেছে। যাক তা আর বাস্তবে দেখা মেলেনি। তবে অন্য এক বিশ্বকাপে দুই দেশ শিরোপা লড়াইয়ে মুখোমুখি হচ্ছে। আগামীকাল উজবেকিস্তানে অনুষ্ঠিত ফিফা ফুটসাল বিশ্বকাপে ট্রফি জিততে লড়বে তারা। ফিফার কোনো টুর্নামেন্টে এটিই হবে ব্রাজিল ও আর্জেন্টিনার প্রথম ফাইনাল। ফুটসাল বিশ্বকাপে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল সেমিফাইনালে ইউক্রেনকে ৩-২ গোলে হারায় তারা। দীর্ঘ ১২ বছর পর ফাইনাল খেলবে তারা।
অন্যদিকে আর্জেন্টিনা সেমিফাইনালে ৩-২ ব্যবধানে ফ্রান্সকে হারায়। এ নিয়ে টানা তিনবার ফাইনালে উঠল আলবিসেলেস্তারা। সর্বশেষ ফইনালে তারা পর্তুগালের কাছে ১-২ গোলে হেরে যায়। শিরোপার লড়াইয়ের আগে রোমাঞ্চিত দুই দেশের খেলোয়াড়রা। দর্শকরা আশা প্রকাশ করছেন ফুটসাল হলেও উপভোগ্য লড়াই হবে। কে জিতবে বলা মুশকিল। ২০০২ সালে বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল পঞ্চমবার বিশ্বকাপ জেতে জার্মানিকে হারিয়ে। এরপর সংখ্যাটা আর ছয়ে নেওয়া যায়নি। ফুটসালে তা পূরণ হবে কি না তা দেখার বিষয়।