কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী যে ব্যাপক সংঘর্ষ-সহিংসতা ও হতাহতের ঘটনা ঘটেছে, তা দেখে উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন অনেকেই।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে টেলিভিশন ও সংগীত অঙ্গনের অনেক তারকা কোটা আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।
ক্রীড়াঙ্গনের অনেক খেলোয়াড়ও কোটা আন্দোলনকারীদের সমর্থন জানিয়েছেন। বাদ যাননি বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও।
শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে সমর্থন জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তা দিয়েছেন এই মিডফিল্ডার।
জামাল সঙ্গে আহ্বান করেছেন যেন দেশের সম্পদের কেউ ক্ষতি না করে। ভিডিও বার্তায় তিনি বলেছেন,‘ছাত্রদের আন্দোলনকে সবাই সমর্থন করুন। তবে আমাদের খেয়াল রাখতে হবে যে কোনোভাবে যেন দেশের সম্পদ আর মানুষের ক্ষতি কেউ না করে। দেশের সকল ছাত্রদের পক্ষে আমরা সবসময় আছি।’
জামাল আরও বলেছেন, ‘সবাইকে অনুরোধ করব সচেতন থাকার জন্য। যেন কোনোভাবে কারও জানমালের ক্ষতি না হয়। আল্লাহ হাফেজ।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন