পাকিস্তান সিরিজের পর ভারত সফরে বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন না স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। তবে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে আবার বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।
গতকাল শুক্রবার রাতে বাংলাদেশে এসেছেন তিনি। শনিবার দলের অনুশীলনেও দেখা গেছে তাকে। এবার মুশতাককে অবশ্য কাজ করতে হবে নতুন হেড কোচের তত্ত্বাবধানে। এই সিরিজের আগেই চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করে ফিল সিমন্সকে নিয়োগ দিয়েছে বিসিবি।
সকাল থেকে মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদদের সঙ্গে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে তাকে। টাইগার কোচ ফিল সিমন্সের সঙ্গেও বেশ কিছু সময় কাটিয়েছেন মুশতাক আহমেদ। হয়তো আগামী পরশু থেকে শুরু হতে যাওয়া মিরপুর টেস্টের রণকৌশল নিয়েই দু’জনের আলোচনা।
আগামী ২১ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ২৯ অক্টোবর দ্বিতীয় ও শেষ টেস্টে চট্টগ্রামে মাঠে নামবে দুই দল।
বিডি-প্রতিদিন/বাজিত