কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইর জনপ্রিয়তা যত বৃদ্ধি পাচ্ছে ততই বাড়ছে নিত্যনতুন এআই টুলের সংখ্যাও। এবার কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে ভিডিও তৈরির নতুন একটি ফিচার আনতে যাচ্ছে মেটা। সম্প্রতি মেটার এক ব্লগ পোস্টে জানানো হয়, ‘মুভি জেন’ নামের এআইচালিত ফিচারটি শব্দসহ ভালোমানের ভিডিও ফুটেজ তৈরিতে সক্ষম হবে। ব্যবহারকারী যে ধরনের ভিডিও তৈরি করতে চাইছেন সেটা প্রম্পট আকারে লিখে দিলেই মেটার ‘মুভি জেন’ টুলটি ভিডিও জেনারেট করে দেবে। এই ফিচার এখনো জনসাধারণের উন্মুক্ত করেনি মেটা। গত ফেব্রুয়ারি মাসে ‘সোরা’ নামে ভিডিও তৈরির একই রকম একটি ফিচার বাজারে এনেছে ওপেন এআই। মেটা জানায়, নতুন এই ফিচার লিখিত বর্ণনা থেকে নতুন ভিডিও তৈরি করে দেবে। আবার এই ফিচার ব্যবহার করে আগের কোনো ভিডিওকে পরিবর্তন ও সম্পাদনা করা যাবে। এ ছাড়া ভিডিওতে শব্দ, বিভিন্ন রকম সাউন্ড ইফেক্ট ও ব্যাকগ্রাউন্ড মিউজিক যোগ করার ব্যবস্থাও থাকবে। এ ছাড়া থাকছে প্ল্যাটফরমভিত্তিক আসপেক্ট রেশিওতে ভিডিও তৈরির সুবিধা।